চীনের ভাইরাস -২০১৯
………………………মাহফুজার রহমান মন্ডল
হুবাই প্রদেশের করোনা ভাইরাস
ছড়িয়ে পড়েছে আজ,
দেশে বিদেশে আতঙ্ক বাড়ছে
ফুরিয়ে যাচ্ছে কাজ।
মুখে মুখে বলছে মানুষ
ধৈর্য্য ধরো ভাই,
আতঙ্ককে প্রস্রয় না দিয়ে
এক আল্লাহকে ডাকাই।
চাইনিজ কারিগর আছে বলে
সবকিছু এখনও সস্তা,
তাই করো না চিন্তা এখন
বাড়াও তাদের আস্থা।
মাসের শেষে একি দেখি
লাশের পর লাশ,
কোন পাপে জ্বলছে তারা
কিছুই করলো না ফাঁস।
এখন তারা কি করিবে
এপাশ ওপাশ ভেবে,
চেষ্টা করে বুদ্ধি দিয়ে
কি সিদ্ধান্ত নেবে।
আস্তে আস্তে বুদ্ধি দিয়ে
লাশের সংখ্যা কমায়,
সংক্রামন কমিয়ে ফেলায়
লোকডাউন অবস্থায়।
সামাজিক দুরুত্ব বজায় রেখে
চিকিৎসা সেবা দেয়,
তাইতো তাদের মৃত্যের সংখ্যা
শুন্যের কোঠায় রয়।
এখন তারা আগের মতো
আরতো মরে না,
যতোই দেখাক বাহাদুরী
মরণ ব্যাধি করোনা।
ইতালিতে লাশের স্তূপ
………… মাহফুজার রহমান মন্ডল
কি করিব কোথায় যাবো
বলছে দয়াল ভাই,
সামাজিক দুরুত্ব বজায় রেখে
চলতে হবে তাই।
দেখ না তুমি ইতালিতে
লাশের উপর লাশ,
লাশ হতে না চাইলে
ভাইরাসের করো না চাষ।
কিভাবে যে রেহাই পাবো
এই ভাইরাস থেকে,
নিজেকে সবাই লকডাউন করছে
সরকারী নির্দেশনা দেখে।
প্রথমে তারা টের পায়নি
লোকগুলো ছিলো সরল।
এখন তারা টের পেয়েছে
চিন্তা করছে বিরল।
জীবন তাদের সৌখিন বটে
ভাবেনি এমন হবে।
সহজ সরল মনগুলো তাদের
আর কত দিন রবে।
হাড়ে হাড়ে টের পেয়েছে
চিকিৎসা করতে যেয়ে,
চিকিৎসকদেরও জীবন বাঁচেনি
সুযোগসুবিধা পেয়ে।
করোনা নামে মরণ ভাইরাস
তাড়াতে যদি চাও,
আল্লাহর নিকট নাও সাহায্য
যেভাবে চেয়ে পাও।
ভেবে ভেবে ইতালি প্রধান
আকাশ পানে চায়,
তুমি ছাড়া নেইকো প্রভু
সবাই যেন তোমায় পায়।