দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান জানান, ১১৭টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে নির্বাচনে লড়েছেন ৬ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী ফরহাদ হোসেনের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট। এ ছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৮২০ ভোট।

লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন ৮২০টি ভোট, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আম প্রতীকের তরিকুল ইসলাম লিটন পেয়েছেন ৪৬৯ ভোট। আর ছড়ি মার্কা নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) বাবুল জম পেয়েছেন ২৪১ ভোট।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী মেহেরপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজর ৫৫৬ জন।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে