রংপুর বিভাগে করোনায় এক দিনে আজ শনিবার সকাল পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে চারজন, ঠাকুরগাঁওয়ে তিনজন ও রংপুরে একজন।
এদিকে একই সময়ে ৩৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন আরও ১১৩ জন। এ নিয়ে এ বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬৩১ জন। অন্যদিকে এ বিভাগে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ জন।
আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৩৮৮ জনের। শনাক্ত হওয়া ১১৩ জনের মধ্যে দিনাজপুরে ৬৫ জন, ঠাকুরগাঁয়ে ১১ জন, নীলফামারীতে ৫ জন, পঞ্চগড়ে ২ জন, কুড়িগ্রামে ৩ জন, লালমনিরহাটে ৫ জন, গাইবান্ধায় ২ জন ও রংপুরের ২০ জন।
বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৪৫২ জনের মধ্যে দিনাজপুরে ১৬৫ জন, রংপুরে ১০৪ জন, ঠাকুরগাঁওয়ে ৫৭ জন, পঞ্চগড়ে ২০ জন, নীলফামারীতে ৩৮ জন, লালমনিরহাটে ১৯ জন, কুড়িগ্রামে ২৬ জন ও গাইবান্ধায় ২৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Jag/N