সিরাজগঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জ উপজেলার নলকা আন্ত: ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক,সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতার উদ্বোধন করেন, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরে আলম সরকার। সভাপতিত্ব করেন,নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত রায়গঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ। সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলে এ প্রতিযোগীতা।ধারা বিবরণীতে ছিলেন,হোড়গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি মাহমুদ ও তিন নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক খাঁন। বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক গঞ্জের আলী,আব্দুল খালেক,তাহমিনা খাতুন,রুবিনা ইয়াসমিন,আতিকুর রহমান,গোলাম মোস্তফা,আব্দুল মোত্তালিব,আয়নুল হক,শহিদুল ইসলাম,জিয়াউর রহমান,নাজমুন্নাহার,আয়শা সিদ্দিকা,আকছেদ আলী,আসমা আফরিন,আব্দুল খালেক,লাইলী খাতুন,জুলেখা খাতুন,শরিফুল ইসলাম,আমির হোসেনসহ অনেকে।দৌড়,উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ,বিস্কুট দৌড়,ভারসাম্য দৌড়,ক্রিকেট বল নিক্ষেপ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,অভিনয়,গান,উপস্থিত বক্তৃতা,নৃত্য,কাবিংসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।