সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকদের মাঝে ইরি-বোরো আবাদের পাশাপাশি ভুট্টা চাষে সফলতা পেয়েছেন। বিগত কয়েক বছরের চেয়ে এবারে আশাতীত ভাবে ভুট্টার আবাদ হয়েছে। উপজেলার ৯ টি ইউনিয়নের অনেক জমিতেই এবারে ইরি-বোরো আবাদের পরিবর্তে ভুট্টার আবাদ করেছে কৃষকেরা।এবারে ভুট্টার আবাদে কৃষকেরা বেশি লাভের আশা করছে। কিছু কিছু এলাকার কৃষকরা ভুট্টা ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন। আবার কিছু এলাকায় ভুট্টার গাছে কুঁড়ি বের হচ্ছে। গত বছর ভুট্টার ফলন ও দাম ভালো পাওয়ায় এবার ভুট্টা চাষে ঝুঁকছে কৃষক। ভুট্টা চাষে সংশ্লিষ্ট কৃষি অফিস সার্বিকহ সহযোগিতা,পরামর্শ ও ভুট্টা চাষে উৎসাহ দিচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকার মাঠের দিকে তাকালেই চোখে পড়ে মাঠের পর মাঠ ভুট্টার সবুজ খেত। ভুট্টা চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অনেক কৃষকএ আবাদ করছেন। তাই ভুট্টা চাষ লাভজনক হওয়ায় আগামীতেও ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন উপজেলার অধিকাংশ এলাকার কৃষকেরা।