সিরাজগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবে দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা,পুরুস্কার বিতরণ ও পোনা অবমুক্ত করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
ইউএনও তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ড.হাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসাইন ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম রফিক,কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার,রায়গঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি রবিন সরকার, সাধারণ সম্পাদক সোয়ায়েব আক্তারসহ উপজেলার সকল মৎস্য চাষীগণ। শেষে সফল মৎস্য চাষী ও সফল উদ্যোক্তাদের হাতে সম্মানিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।