আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) থেকেঃ সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাদেক মিয়া (৭৬) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার রাত ১০টায় সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল মঙ্গলবার ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযাপূর্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শিক্ষামন্ত্রীসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশায় কর্মজীবি হাজারোধীক মানুষ অংশগ্রহন করেন।
জানাযায় বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, “ভারাক্রান্তমন নিয়ে সহকর্মী আমির উদ্দিন ছাদেক ভাই এর জানাযায় উপস্থিত হয়েছি। ছাদেক ভাই ছিলেন দেশের মানুষের কল্যানে সর্বদা নিয়োজিত ছিলেন। যে কারো বিপদ-আপদে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। তিনি রাজনীতিকে নিজের পরিবারের চাইতেও বেশি ভালবাসতেন।
তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন ত্যাগী রাজনীতিবিদকে হারালো যা কোনদিন পূরণ হওয়ার নয়।” শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে পরিবারের লোকজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাযা পূর্ব সময়ে আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, মরহুমের ছোট ভাই শফিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ’র সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামীলীগ’র সহ-সভাপতি আব্দুল খালিক, জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামীলীগ’র উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শুয়েব, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ’র কার্য নির্বাহি সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর, জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল করিম আলো, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ,
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল, লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আম্বিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, মরহুমের ছেলে ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, সাবেক ছাত্রনেতা রুমেল সিরাজ, আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান আজম প্রমুখ।