বিডি নীয়ালা নিউজ(১ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ ভারতের পাঞ্জাবের পাঠানকোটে এক কিশোর তার বাবার রিভলভার হাতে নিয়ে ‘সেলফি’ তুলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছে।
পনেরো বছরের ওই কিশোর এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় স্কুলপড়ুয়া ছেলেটি তার বাবার লাইসেন্সকৃত রিভলভার নিয়ে খেলছিল।
এক পর্যায়ে রিভলভার হাতে নিয়ে মোবাইল ফোনে ‘সেলফি’ তুলতে গেলে হঠাৎ একটি গুলি বেরিয়ে তার মাথায় লাগে।
এক রিপোর্ট অনুযায়ী, বিপজ্জনক সেলফি তুলতে গিয়ে ২০১৫ সালে সারা পৃথিবীতে ২৭টি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর অর্ধেকেরও বেশি ঘটেছে ভারতে।
এ বছর ফেব্রুয়ারি মাসেই চলন্ত ট্রেন পেছনে রেখে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক তরুণ মারা যায়।