ডেস্ক রিপোর্টঃ বহুল আলোচিত ও চাঞ্চ্যল্যকর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রবিবার এ নির্দেশ দেন।
এ মামলায় একমাত্র আসামি টেইলার্স কর্মী ওবায়দুল হকের বিরুদ্ধে ১৪ নভেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন। এতে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। রিশা রাজধানীর বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকার রমজান হোসেনের মেয়ে।
গত ২৪ আগস্ট স্কুলের সামনের ফুট ওভারব্রিজে বখাটে ওবায়দুলের ছুরিকাঘাতে আহত হয় সে। ৩ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় রিশার মা তানিয়া বেগম রমনা থানায় ওবায়দুলকে আসামি করে মামলা করেন। হত্যার দায় স্বীকার করে গত ৫ সেপ্টেম্বর আদালতে জবানবন্দি দিয়েছে ঘাতক ওবায়দুল।