mickel-fellon

বিডি নীয়ালা নিউজ(১ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ  ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, বাল্টিক অঞ্চলে রাশিয়ার ‘আগ্রাসন’ ঠেকাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’র বিমান মোতায়েন করা হবে।

এ লক্ষ্যে আরএএফ চারটি টাইফুন জঙ্গিবিমান মোতায়েন করা হবে বলে তিনি ঘোষণা করেছেন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ পরিকল্পনার মধ্যদিয়ে পূর্ব ইউরোপীয় গণতান্ত্রিক দেশগুলোর প্রতি দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি ফুটে উঠেছে। প্রতি মুহূর্তে এ সব বিমান বাল্টিক আকাশসীমায় রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী চার মাস বিমানগুলো ওই অঞ্চলে মোতায়েন থাকবে। নিয়মিত মিশনের অংশ হিসেবে ন্যাটোর সদস্য দেশগুলো পর্যায়ক্রমে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আকাশে টহল দেয়ার দায়িত্ব পালন করে থাকে। এর আগেও দুই বছর একই ধরনের টহলে অংশ নিয়েছে ব্রিটিশ বিমান।

গত বছর এ দায়িত্ব পালনকালে টাইফুন যুদ্ধবিমানগুলো ৪০ বারের বেশি রুশ বিমানের গতিরোধ করেছে এবং ১৭ বার রুশ বিমানকে ধাওয়া করেছে।

সূত্র: এপি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে