ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হলেও প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে খালেদা জিয়া ও বিএনপি খাটো করে দেখছে।
তথ্যমন্ত্রী মিয়ানমার সরকারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং তাদের নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করার ঘৃণ্য তৎপরতার নিন্দা জানান। তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গারা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।
হাসানুল হক ইনু সোমবার তথ্য অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, এটি কোন ধর্মীয় সমস্যা নয়, এটি একটি জাতিগত সমস্যা।
তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার মিয়ানমার কর্তৃপক্ষের এই অপচেষ্টা এবারই প্রথম নয়, ১৯৭৮ সাল থেকে এ ঘটনা ঘটে আসছে। সে সময়েও এ ধরনের ঘটনা ঘটেছিল। তিনি বলেন, পূর্বাঞ্চলের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং গত ২৫ আগস্টের নিরাপত্তা সহযোগিতা আলোচনা এবং সীমান্তে লিয়াজো অফিস স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা শরনার্থীদের দেশে ফিরিয়ে নিতে ২০১৬ সালে মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুকির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছুতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই রোহিঙ্গারা যেন তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারে এবং সেখানে শান্তিতে বসবাস করতে পারে। মন্ত্রী রোহিঙ্গাদের যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করেন।
তিনি বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের স্বাভাবিক জীবন যাত্রার জন্য সম্ভাব্য যা কিছু প্রয়োজন, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। মন্ত্রী তাঁর লিখিত বক্তব্যে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে বাংলাদেশ সরকারের মানবিক, কূটনৈতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে