জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে (১২ টা ০১ মিনিটে) শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও খোলা কাগজ এর তারাগঞ্জ প্রতিনিধি বিপ্লব হোসেন অপু, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও যুগের আলো তারাগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম বিজয়, স্বাধীন মত, সবুজ নিশান ও মর্নিং গ্লোরীর তারাগঞ্জ প্রতিনিধি জুয়েল ইসলাম, আজকের পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি শিপুল ইসলাম, তিস্তা সংবাদের খলিলুর রহমান খলিল, ভোরের দর্পণ ও দাবানলের আরিফ শেখ, বাংলাদেশের আলোর রহমত মণ্ডল, দৈনিক দেশ সেবার ইমরান প্রামানিক, দেশ রূপান্তর এর নাহিদুজ্জামান নাহিদ, প্রথম খবরের তারাজুল ইসলাম, জবাবদিহির ময়েন উদ্দিন, একুশের সংবাদের মাজেদুল ইসলাম বকুল, দৈনিক পরিবেশের পেয়ারতুল্লা সুমন, সাপ্তাহিক তুফানের আমজাদ হোসেন, চাঁদনী বাজারের মোতালেব হোসেন, সমকালীন বার্তার হাসানুর রহমান শাকিল, দৈনিক আখিরার মর্তুজার রহমান, জাগো রংপুরের লিমন হোসেন, বঙ্গনিউজ এর আলম সরকার, ক্রাইম বার্তার মিজানুর রহমান বাবলু, ঢাকা প্রতিদিনের রাকিবুল হাসান রকি, সৈয়দপুর বার্তার সাইফুল ইসলাম সুমনসহ প্রমুখ।