শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের লেখাপড়ায় যেন ব্যাঘাত না ঘটে সেজন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা’দীপু মনি।
আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী আহবান জানান।
শিক্ষার্থীদের জিম্মি করে রাজনীতির চেষ্টা করলে সেটা আসলে রাজনীতি হবে না,হবে হবে অপরাজনীতি  – এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আপনারা এমন কোনো কর্মসূচি দেবেন না,যেন তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়।’
তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে, সেজন্য ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শেষ করতে চাই।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে