অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি, সাহস থাকলে শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, আমি আশা করি তিনি (শেখ হাসিনা) বিচার প্রক্রিয়ার ওপর আস্থা রাখবেন। যদি তিনি এটা করেন তাহলে সেটা তার জন্য ভালো হবে।

তিনি আরও বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসায় বিচারবিভাগ দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এলো। এখন সুপ্রিম কোর্টের ওপর দায়িত্ব বাড়লো। তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এখন। না হলে ইতিহাস বিচার করবে।

উল্লেখ্য, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বহাল থাকলো। এখন থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে।

Jam/u

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে