বিডি নীয়ালা নিউজ(১ই মার্চ ১৬)-আরাফাত হোসেন(ময়মনসিং প্রতিনিধি):
শেরপুরের নালিতা-বাড়ীতেন পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে এ যাবৎ যাঁরাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারাই একাধিক বিয়ে করেছেন বলে রেওয়াজ রয়েছে। জানা যায়, নন্নী-পোড়াগাঁও নিয়ে একটি ইউনিয়ন ছিল। কিন্তু, ১৯৯২ সালে নন্নী ইউনিয়ন ও পোড়াগাঁও ইউনিয়ন আলাদা হয়ে দুটি ইউনিয়ন হয়। এরপর মো. শাহাজ উদ্দিন (মরহুম) দবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বিতীয় বিয়ে করেন। তারপর নির্বাচিত হন পরপর দুবার মো. আবু বক্কর সিদ্দিক। তিনিও নির্বাচিত হয়ে তিনটি বিয়ে করেন। বর্তমান চেয়ারম্যান মো. আজাদ মিয়া। তার দ্বিতীয় স্ত্রী দাবি করে কোর্টে মামলা চলছে। আগামী ২২ মার্চ নির্বাচনে এই ইউপিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন গারো নারী প্রার্থী বন্দনা চাম্বু গং (৩৬)। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিত া করছেন বর্তমান চেয়ারম্যান মো. আজাদ মিয়া, বিএনপির মো. ওমর ফারুক ও বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউসুফ আলী।