বিডি নীয়ালা নিউজ(১১ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ মেক্সিকোতে একটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় শ্বাসরোধে ও একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে ১২৪টি কুমির মারা গেছে। পরস্পরের সঙ্গে আঘাত লেগে কুমিরগুলো মারা যায়। স্থানীয় বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলের উপকূলবর্তী রাজ্য কুইনতানা রুতে বন্যপ্রাণী-বিষয়ক প্রতিষ্ঠান ‘কোকোড্রাইলোস এক্সোটিকোস’ ঐ কুমিরগুলো বহন করছিল। পরিবেশবিষয়ক প্রসিকিউটররা বলেছেন, এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির ১ লাখ ৯৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
এক বিবৃতিতে বরা হয়েছে, ট্রাকটি বন্যপ্রাণী সংরক্ষণ সুবিধা সেবা প্রদারকারী ‘ক্রোকোড্রাইলিয়া’তে পৌঁছানোর পর পরিদর্শকরা ৩৫০টি কুমিরের মধ্যে ১২৪টি মৃত পাওয়া যায়।
প্রতিষ্ঠানটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভঙ্গ করার অভিযোগে অভিযুক্ত হয়েছে।