image_634_104001

বিডি নীয়ালা নিউজ(৮ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী): সুজলা সুফলা শষ্য শ্যামলা দেশ আমাদের এই বাংলাদেশ। সিরাজগঞ্জের চলনবিল এলাকায় সবুজ ধানে ছেয়ে গেছে মাঠ। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ সবি যেন সবুজের সমারহ। শষ্য শ্যামলা বাংলার কৃষি ভান্ডার খ্যাত চলনবিলে চলতি ইরি বোরো মৌসুমের চাষাবাদকৃত প্রত্যন্ত অঞ্চলে চলতি ইরি-বোরো মৌসুমের ধানের ক্ষেত এখন সবুজে পরিণত হয়েছে। কৃষকরা ইতিমধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করে দ্বিতীয় ও তৃতীয় দফার সার-কীটনাশক প্রয়োগ অব্যাহত রেখেছেন। সরেজমিনে চলনবিলের তাড়াশ এলাকায় গিয়ে দেখাযায়, কৃষকরা ধানের ক্ষেত পরির্চচায় ব্যাস্ত সময় পার করছেন। এসময় উপজেলার বারুহাস ইউনিয়নের আসান বাড়ি গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ধানের চেহারা ভালো দেখা যাচ্ছে। আশা করছি, প্রাকৃকিত দুর্যোগ না ঘটলে গত বছরের তুলনায় এবার ফলন ভালো হবে। উপজেলা কৃষি অধিদপ্তর  সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় চাষকৃত ধানের মধ্যে হাইব্র্রিড, উফশী ও স্থানীয় জাতের ধান রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম জানান, তাড়াশ উপজেলায় এ বছর ২২ হাজার ৩০০শ’ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়ার অনুকূলে থাকলে এবারে ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে কৃৃষকদের অধিক ফলন ও উৎপাদনের লক্ষ্যে বোরো ক্ষেতে পোকার আক্রমন ও রোগ বালাই থেকে ফসল রক্ষার নানা পরামর্শ দেয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে