আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম আরব দেশ হিসেবে উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার  দিলো তিউনিসিয়া। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার বিল পাস হয়েছে দেশটিতে।

শুক্রবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস করা হয়েছে। যদিও এর আগে ২০১৭ সালের আগস্টে ন্যাশনাল ওমেন’স ডে তে আইনটি অনুমোদন করার প্রস্তাবনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি।

বিতর্কিত এই আইনে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার হলেও আইনটি কুরআনের একটি আয়াতের সঙ্গে সাংর্ঘষিক। আয়াতে বলা হয়েছে সম্পত্তিতে অধিকারের ক্ষেত্রে নারীদের ভাগের পরিমাণ পুরুষের অর্ধেক।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে