সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় রেনাটা লিমিটেড এর আয়োজনে পল্লী চিকিৎসক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সলঙ্গা বিসিডিএস’র সভাপতি জনাব আলী আহসান এর সভাপতিত্বে রেনাটা লিমিটেডের ঔষধ ও বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি,প্রধান আলোচক ছিলেন, ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেনাটা লিমিটেড’র আরএসএম মুক্তেশ্বের চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, বিসিডিএস এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জিন্নাহ। সলঙ্গা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি/সম্পাদক সহ রেনাটা লিমিটেড সলঙ্গা, তাড়াশ মার্কেটের এমপিও উপস্থিত ছিলেন।
সলঙ্গা বাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০জন পল্লী চিকিৎসক অংশ গ্রহণ করেন। রেনাটা লিমিটেড কোম্পানির ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। পরিশেষে আগত পল্লী চিকিৎসকদের মাঝে বিনোদনের জন্য র্যাফেল ড্র এর আয়োজন করে ১৬ জন বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার সহ সবাইকে শান্তনামূলক পুরস্কার বিতরণ করেন।