জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত (মৎস্য খাত) বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মানব মুক্তি সংস্থা,সলঙ্গা শাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরের এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন,মানব মুক্তি সংস্থার পরিচালক আশরাফুজ্জান খাঁন সেলিম,প্রকল্প সমন্বয়কারী আবু হাশেম,এরিয়া ম্যানেজার শওকাত হোসেন,শাখা ব্যবস্থাপক মজনুর রহমান (ধরইল শাখা), কৃষি ইউনিট মৎস্য খাত কর্মকর্তা আব্দুল হাই,কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা মারুফ হাসান,RMTP (প্রকল্প) ভ্যানু মেইন ফ্যাসিলিলিটিটর আশিক আল ফয়সাল,সলঙ্গা শাখা ব্যবস্থাপক বাহাউল ইসলাম,কৃষিবিদ শামসুল আলম (বেতুয়া),ধরইল বাজার বণিক সমিতির সেক্রেটারি (অব: সার্জেন্ট) শহীদুল ইসলামসহ RMTP এর সহকারী,চাষী,উদ্বোক্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার সার্বিক সহযোগীতায় ছিলেন,মৎস্য অধিদপ্তর,সিরাজগঞ্জ।