সিরাজগঞ্জ প্রতিনিধি: চলমান পরিস্থিতি সামাল দিতে সলঙ্গায় সড়ক-মহাসড়কসহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।ছিনতাই,চাঁদাবাজী,যাত্রী হয়রানীসহ রাস্তার যানজট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সুর্য সন্তান শিক্ষার্থীরা সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর,হরিণ চড়া,দবিরগঞ্জ,সলঙ্গা বাজার মাদ্রাসা মোড়,স্লুইচ গেট মোড়সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের এমন দায়িত্ব পালন করতে দেখা গেছে।তারা হাতে লাঠি,মুখে বাঁশি নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে।সলঙ্গা স্লুইস গেট আলিমের হোটেল চৌরাস্তা মোড়ে বছরের বেশির ভাগ সময় যানজট লেগে থাকলেও গতকাল বৃহ:বার (৮ আগস্ট)দুপুরের চিত্র ছিল ভিন্নরুপ।উক্ত স্থানে সারা দিনে একবারও যানজট লেগে থাকতে দেখা যায় নি।কয়েকজন কলেজ ছাত্রীদের স্বেচ্ছায় দায়িত্ব পালনে প্রশংসা করছে অনেকেই।পথচারী,চালক ও স্থানীয়দের মনে স্বস্থি ফেরায় এসব শিক্ষার্থীদের সবাই ধন্যবাদ জানান।
কথা বলে জানা যায়,তারা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের বিএনসিসির ছাত্রী। সিরাজগঞ্জ রোডে দায়িত্বরত কয়েকজন কলেজ শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়,যতদিন মহাসড়কে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালনে আসবেন না,জনগের ভোগান্তি কমাতে ততদিন আমরা এ সেবা করে যাব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে