সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিলে সরকারি রাস্তা হতে জোর পুর্বক মাটি কেটে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিরর ঘটনাও হয়েছে। ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার (২১ জুন) দুপুরে।জানা গেছে,ধুবিল কাটার মহল গ্রামের প্রবাসী গোলবারের বাড়ির পশ্চিমে সরকারি রাস্তায় প্রতিবেশী হামিদ,সালাম,সোহেল, জাহানারা গংয়েরা বৃষ্টির পানি গড়ানোর জন্য ভেক্যু মেশিন দিয়ে জোর পুর্বক মাটি খুড়তে থাকে।অপর প্রতিবেশী প্রবাসীর ভাই মজনু,হাকিম,রবিজল তার ভাইয়ের বাড়ির সামনে থেকে মাটি সরানোর কারনে রাস্তা নিচু হয়ে বাড়ি ভেঙ্গে যাবার আশঙ্কায় বাধা প্রদান করেন। এক পর্যায় বাধা প্রদানকারীদেরকে অতর্কিত ভাবে কিলঘুষি সহ প্রতি পক্ষরা হামলা চালায়।এতে উভয় পক্ষের মধ্যে হাতিহাতিও হয়েছে বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় প্রতিবেশী জেল,কাদের,হবি তাহমিনা জানান,সলঙ্গার বিশিষ্ট ধান ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের পুকুর কাটার ভাড়া করা ভেকু মেশিন এনে জোর পুর্বক হামিদ গংয়েরা রাস্তার মাটি সরাতে থাকে। বিষয়টি নিয়ে গ্রামে চরম উত্পত্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে এলাকাবাসী দাবী করেন।