দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি খান আরিফুজ্জামান নয়ন বানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের কিছু দূর্নীতি আর অনিয়মের তথ্য সংগ্রহ করে।
নিউজ যেনো কোনো ভাবেই প্রকাশিত না হয় সেজন্য কলেজের অধ্যক্ষ
মোঃ আমিনুর রহমান খান তার ছেলে মাদক মামলায় দীর্ঘদিন জেলখাটা বখাটে মোঃ তরু খান (২৫) কে দিয়ে সাংবাদিক খান আরিফুজ্জামান নয়নকে ফেসবুক আইডি Taru Khan (যার আইডি লিংকঃ https:// www.facebook.com/ taru.khan.37)
এর ম্যাসেঞ্জারে ইং- ২৯/০৮/২০২১ তারিখ বিকাল ০৪.৩২ ঘটিকার সময় কলকরে জীবন নাশ সহ বিভিন্ন ধরনের ভয় ভীতির হুমকী দেয়।
সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন সব কল রের্কড করে সাক্ষী প্রমানের ভিত্তিতে ডুমুরিয়া থানায় সাধারন ডায়রী করেন। যার নম্বর- ১৪৯৭, তারিখ: ২৯-০৮-২০২১।
পরে বানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান খান দূর্নীতি অনিয়ম আর ছেলের এমন আচারন স্বীকার করেন, দুঃখ্য প্রকাশ করেন এবং ক্ষমা প্রর্থনা করেন।
সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন বলেন, মোঃ তরু খান সুস্থ্য মস্তিস্কের ছেলে নয়, নেশা করে। যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে। আমি আমার নিরাপত্তা নিয়ে শস্কিত।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।