bojropat

বিডি নীয়ালা নিউজ(১৩ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী):  সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতে জেলার ৫টি উপজেলার গ্রামাঞ্চলে ৫শতাধিক কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ভেঙ্গে পড়েছে।

উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতে রায়গঞ্জ উপজেলার চকুনুর গ্রামে নুপুর (৯) নামের এক শিশু, বৈকুন্ঠপুর গ্রামে আবদুল মোতালেব (৪৫) এবং সদর উপজেলার বেজগাতী দাখিল মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেনের (৪৬) এবং উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আব্দুল লতিফ(৩০) ও বেতুয়া গ্রামের শাহীনুর (২৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢাকা পড়ে যায়। শুরু হয় কালো মেঘের তর্জন গর্জন। উত্তর-পশ্চিম কোন থেকে উঠে আসা কাল বৈশাখী ঝড় এবং সেই সাথে প্রবল বেগে বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ ঝড় শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বিচ্চিন্ন হয়ে যায়। এ ঝড়ে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি ও চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে ৫শতাধিক কাঁচা ঘরসহ গাছপালা ভেঙ্গে পড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে