সিরাজগঞ্জ থেকে, মারুফ সরকারঃ সিরাজগঞ্জে পৃথক দু’টি স্থানে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন । এদের মধ্যে একজন বাইসাইকেল ও অপর দুইজন মোটর সাইকেল আরোহী । বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ নামক স্থানে বাস চাপায় যুবক মনিরুল ইসলাম (২১) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু সেতু পূর্নবাসনের মোয়াজ্জেম হোসেনের ছেলে ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জিয়াউল হক জানান, শনিবার সকালে মনিরুল বাইসাইকেল যোগে সয়দাবাদ মোড় পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এদিকে বগুড়া- নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমবায় পেট্রোল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে ঢাকায় নেওয়ার পথে একজন ও ভোরে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার আব্দুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৪) ও খনজনপাড়া এলাকার ছকেন আলীর ছেলে আব্দুল আলিম (৩১)।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার রাতে পাবনার বেড়া থেকে মোটরসাইকেলে করে শাহজাদপুরে যাচ্ছিলেন আমিনুল ও আলিম। পথে ওই পেট্রোল পাম্প এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছনে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আমিনুলের মৃত্যু হয়।শনিবার ভোরে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আলিম মারা যান । নিহতদের লাশ পুলিশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে ।