ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই পরিবারের দুই শিশুর সিরাপ খেয়ে মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ সোসাইট অব মেডিসিনের বৈজ্ঞানিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখন একটা ঘটনা ঘটে এবং আমরা জানতে পারি, প্রথম কাজ হলো দেখা। সেটি দেখার জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সেখানে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এছাড়া যে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়েছে সেটিও আটকানো হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে তদন্ত প্রতিবেদনের জন্য।
তিনি বলেন, এ ঘটনায় যারা জড়িত আছেন, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওষুধ প্রসাশন এবং স্বাস্থ্য বিভাগ মিলে এটির জন্য কাজ করছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ban/N