ডেস্ক স্পোর্টসঃ আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয়ে দুই পরিবর্তন নিয়ে মঙ্গলবার মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ফলাফল পরিবর্তন হয়নি। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। ফলে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল আফগানিস্তান।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ স্কোর করেন তামিম ইকবাল। শেষ দিকে দলের আবু হায়দার রনি ১৪ বলে ২ট ছক্কা ও এক চারে তৃতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন রনি। মুশফিকুর রহিম করেন ২২ রান।
ব্যাট করতে নেমে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদের ২৪ রান ও উসমান গনির ২১ রানে শক্ত শুরু পায় আফগানরা। ইনিংসের ৬ষ্ট ওভারে আউট হয়ে ফেরেন শাহজাদ। এরপর ব্যক্তিগত ২১ রানে ফেরেন উসমান। মাত্র ৪ রানে আউট হয়ে ফেরেন অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। তবে শেনওয়ারির ব্যাটে জয়ের বন্দরে পৌছাতে বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। এরপর ১৯ তম ওভারে মোহাম্মদ নবি রুবেল হোসেনের ওভারে ২০ রান নিলে জয় পেয়ে যায় আফগানিস্তান
B/P/N.