বিডি নীয়ালা নিউজ(১৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ সারাদেশের আধস্তন আদালতসমুহে বিচারাধীন মামলার আধিক্য হ্রাস, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা পরিহার, সর্বোপরি দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষে দেশের বিভিন্ন আদালতে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মস্থলে অবস্থান করা এবং সুপ্রীম কোর্টের রেজিস্টারকে অভিতকরণ ব্যতিরেকে কর্মস্থল ত্যগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিচারপার্থী জঙ্গোষ্ঠীকে আইনি সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাব্দিহিতা নিশ্চিত করতে এবং দাপ্ত্রিক ও বিচারিক সেবার মানোন্নয়ন করতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার অফিসে অভিযোগ/পরামর্শ বাক্স স্থাপিত হয়েছে। এই অভি্যোগ/পরামর্শ বাক্সে বিচারপার্থী, বিজ্ঞ কৌসুলি সহ সকল্কে সৃজনশীল ধ্যান-ধারণা এবং মুল্যবান মতামত প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সূত্রঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট