জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবরে কমলো পেঁয়াজের দাম। সোমবার (১১ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাইকারি বাজার মনিটরিং করতে এলে ভয়ে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন। যেখানে পেঁয়াজ ২২০থেকে ২৩০ বিক্রি করা হচ্ছিল সেই পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করা হয়।

নীলফামারীর জেলার সবচেয়ে বড় সৈয়দপুরের পাইকারি বাজার বাইপাস সড়কে অবস্থিত। সেখানে পেঁয়াজের কেজি ২২০ থেকে ২৩০ টাকা বিক্রি হচ্ছিল। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার বাড়িয়ে দেন পাইকারি বাজারে। এর প্রভাব পড়ে খুচরা বাজারে। বিষয় কর্তৃপক্ষের নজরে আসলে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের কেজি ১২০ টাকায় নেমে আসে। পেঁয়াজ মজুদকারীরা পালিয়ে যায়। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

তিনি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে