জয়নাল আবেদীন হিরো, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে অবাঙ্গালী ক্যাম্পের ৯ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৷ গুরুতর আহত হয়ে ওই ছাত্রী স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে মা বাবাও আহত হয়েছেন ৷ এব্যাপারে ছাত্রীর বাবা গতকাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৷

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,শহরের চামড়াগুদাম অবাঙ্গালী ক্যাম্পেে পূূর্ব শত্রুতার জের ধরে গত ২৭ আগষ্ট সকাল ১০টায় সাকিলের মেয়ে একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী (ছদ্দ নাম) সোনালী(১৬) বাথরুম থেকে বেরিয়ে ক্যাম্পের রাস্তা দিয়ে যাওয়ার সময় একরামের ছেলে খোকন (৩২),আসলামের ছেলে সোহেল(৩৫) সোনালীর বুকে হাত দেয় এবং ধর্ষনের হুমকি দেয় ৷ এসময় ওই দুই বখাটে টানা হেচরা করে সোনালীর পড়নের সেলোয়ার কামিজ খুলে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করে ৷ এতে দিতে এসে ওই ছাত্রীর বাবা সাকিল ও মা আহত হয় ৷ আর বখাটেদের সহযোগিতা করেন মদিনা (৪০) ও রশনি(২৫) ৷ এক পর্যায়ে তারা ওই ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে মার ডাং করে গলা চিপে ধরে হত্যার চেষ্টা করে ৷ আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷

অপর দিকে বখাটেরা পালিয়ে যায় ৷ যাওয়ার সময় ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে চলে যায় ৷
ছাত্রীর বাবা সাকিল বলেন,প্রতিপক্ষ প্রভাবশালী আমি গরীব মানুষ ফেরি করে কোন রকম সংসার চালাই ৷ অনেক কষ্ট করে মেয়েকে লেখা পড়া করাচ্ছি ৷ কিন্তু বখাটেরা আমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে ৷ মেয়েকে রক্ষা করতে গিয়ে আমরা আহত হয়েছি ৷ সে হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে বাসা আসলেও লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না ৷ এমনকি তার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে ৷ তারা যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটাতে পারে ৷ আমার পরিবার তাদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ৷ আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি ৷

অভিযুক্তদের সাথে কথা বলার জন্য বাসা গেলে তাদের না পেয়ে এব্যাপারে কথা হয় অভিযুক্ত মদিনা ও রশনির সাথে তারা মারামারির কথা স্বীকার করলেও শ্লীলতাহানির কথা ও বিবস্ত্রের কথা অস্বীকার করেন ৷

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে