জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুরের ছাত্র নেতারা বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন এ স্বাধীনতা বাংলাদেশের সব মানুষের। তবে এ আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, সেইসব বীর সৈনিকদের যেন আমরা ভুলে না যাই। মনে রাখতে হবে তাদের কারণেই আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। মনে রাখতে হবে আবু সাইদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগের বিনিময়েআ অর্জিত ছাত্র জনতার সফলতা প্রশ্নের মুখে না পড়ে। আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবেনা কোন বৈষম্য, কোন অন্যায়। এজন্য গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তারা ওইসব কথা বলেন। স্থানীয় ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত মতবিনিময় সভায় দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা এবং সৈয়দপুরের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সৈয়দপুর সরকারী কলেজের শিক্ষার্থী মো. সাকিব হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য বলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী যথাক্রমে শাহরিয়ার সরকার রিফাত, শিক্ষার্থী তৌহিদ মুক্তার ও তৌহিদ আল রাজী, আইসিএবির শিক্ষার্থী রওশন সাদিক শিফাত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোবিন সরকার রাফি প্রমূখ।
বক্তারা বলেন এ মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। দেশের অন্যান্য জায়গার মতো সৈয়দপুরেও শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখাসহ বাজার মনিটরিংয়ের মতো কাজগুলোর দায়িত্ব পালন করছে। তবে আমরা চাই প্রশাসন ফিরে আসুক। তারা আরও বলেন, এখন আমাদের চাওয়া সৈয়দপুরের উন্নয়ন। এজন্য সৈয়দপুরকে আমাদের ঢেলে সাজাতে হবে। সৈয়দপুরকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যে কাজ করছি তাতে আপনাদেরও সঙ্গ দরকার। দখলবাজ, চাঁদাবাজসহ সকল অপকর্মকারিদের প্রতি হুশিয়ারি দিয়ে তারা বলেন অন্যায় অপকর্ম করলে ছাত্র সমাজ ছাড় দিবেনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি ফায়দা হাসিল করতে চায় তাহলে তাদের জানানোর অনুরোধ করেন তারা। মতবিনিময়সভায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ৷