জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে তৃতীয়ধাপে নির্মানাধীন আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদমতলী বাজার সংলগ্ন এলাকায় এ আশ্রায়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে চলমান কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন ও উন্নয়নমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
জানা যায়, ওই ইউনিয়নে উল্লেখিত এলাকায় তৃতীয়ধাপে নির্মিত সরকারি ১শ ৯০ শতক জমিতে ৪৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘড়ে ব্যায় বাবদ ধরা হয়েছে ২ লক্ষ ৪০হাজার করে টাকা। এতে মোট ব্যায় হবে ১কোটি ৮০ লক্ষ টাকা। এ কাজের দায়িক্তে রয়েছেন উপজেলা বাস্তবায়ন কমিটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার শামিম হুসাইন, উপজেরা ভূমি অফিসার মাহমুদুল হাসান, ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ডা. শাহাজাদাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।