বিডি নীয়ালা নিউজ(১ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
গত শুক্রবার জুমার নামাজের সময় মুসুল্লিদের ওপর মসজিদটি ধসে পড়ে বলে জানা গেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া মসজিদটি সংস্কার করা হচ্ছিল। ঘটনার সময় মসজিদটির ভিতর কয়েকশত লোক অবস্থান করছিল। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, কাজে গাফলতির সন্দেহে সংস্কার কর্মসূচীর এক প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুসুল্লিরা নামাজরত থাকা অবস্থায় মসজিদটি ধসে পড়ে। তবে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে।
#বিবিসি