রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ঝুঁকিপূর্ণ গ্রুপের জন্যে করোনা প্রতিরোধী স্ফূটনিক ভি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রথম চালান পাঠানো হয়েছে।
দেশটির স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের এ কথা জানান।
স্ফূটনিক ভি নামের ভ্যাকসিনটি রাশিয়ার গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার তৈরি করেছে।
মুখপাত্র আরো জানান, পরীক্ষামূলক সরবরাহের অংশ হিসেবে উচ্চঝুঁকিতে থাকা নাগরিকদের জন্যে ভ্যাকসিনটি পাঠানো হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বে রাশিয়াই প্রথম ভ্যাকসিন উৎপাদনে নিজের নাম রেজিষ্ট্রিভুক্ত করে।
ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপ জুন জুলাই মাসে শেষ করা হয়।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী মিখাইল মুরাস্কো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছেন।
BSSN