ডেস্ক রিপোর্টঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একজন উদ্যোক্তা সফল হলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে লক্ষ তরুণের স্বপ্ন পূরণ হবে। সরকার ২০২১ সালের মধ্যে ১ হাজার স্টার্টআপ তৈরি করতে অর্থ সহায়তা প্রদান করবে।
রাজধানীর একটি হোটেল অনলাইন ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সহজ ডট কম’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘সহজ’ এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হোক। তারা হোমগ্রোন সলিউশনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।
বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে