কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের পাড়ের হাট পাবলিক মডেল স্কুলের নর্থ বেঙ্গল এ্যাসোসিয়েশন কর্তৃক ২০২৩ইং সালের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে গতকাল সকাল ১১টায় স্কুল মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাড়ের হাট পাবলিক মডেল স্কুলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পাড়েরহাট পাবলিক মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওয়াসিম আকরাম,অত্র স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, সহকারি প্রধান শিক্ষক মর্তুজা সুমন, সহকারি শিক্ষক এনামুল হক,আরজিনা বেগম, সাহেরা বেগম, কামরুন্নাহার বেগম। জানাগেছে ২০২৩ইং সালের বৃত্তিপ্রাপ্ত ২৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও উক্ত অভিভাবক সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আগামী দিনে অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার মান বৃদ্ধিসহ মেধাবী শিক্ষার্থী তৈরী করতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওয়াসিম আকরাম বলেন এটি একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বেতনের উপরে প্রতিষ্ঠানটি চলে এছাড়া অধিকাং সময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তকী দিতে হয় এবং শিক্ষকদের যতসামান্য সম্মানি দিয়ে তাদেরকে সন্তোষ্ট করতে হয়। শিক্ষকরা বলেন এখানে সম্মানিটা বড় বিষয় নয় একজন মানুষ গড়ার কারিগরের মানষিকতা নিয়ে কোমলমতি শিশুদের পাঠদান করাই আমাদের মুল লক্ষ্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে