20160929062057-800x445

নীলফামারী প্রতিবেদকঃ বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা করেছে শিশু একাডেমী। বৃহস্পতিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম। “থাককে শিশু সবার মাঝে, দেশ সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরিফুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য রাখেন আলোচনা সভায়। আলোচনা সভার আগে “শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয় শিশু একাডেমি চত্তরে। মানববন্ধনে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ) সদস্যরা অংশগ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে