আতিকুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালি ও মাটি ভরাট উত্তোলন বন্ধে গ্রাম পুলিশের পাহারার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এই নির্দেশ দেওয়া হয়।
জানা যায়,উপজেলার ওই ইউনিয়নের তিলকপুর ও লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে এবং ফসলী জমিতে অবৈধভাবে বালি ও মাটি ভরাট উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে ওই নির্দেশ দেওয়া হয় ।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।