কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল। আগামী সপ্তাহেই কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ তথ্য দেন।

গোয়েন লুইস জানান, গত আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল। সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি। এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে শিগগিরই। কাজেই নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশাবাদী গোয়েন লুইস।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তদন্ত দলের আসার কথা জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

Jam/u

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে