সাব্বির হোসাইন: কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যে ভ্রাম্যমান ডিম বিক্রয় কেন্দ্রের শুরু করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর রামমালা এলাকায় ভ্রাম্যমান ডিম বিক্রয় কেন্দ্রে শুরু হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে বিক্রি কার্যক্রম শুরু হয়। এসময় ডিম প্রতি পিছ ১১.৮৭ টাকা বিক্রি করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন, মো: এমরান, নাইম আহমেদ, ফাতিন মোল্লা, মেহরাজ আহমেদ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সাকিব হুসাইন বলেন, যখন আমরা ছাত্র আন্দোলন শুরু করেছিলাম তখন মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছিলাম এদেশের গরিব দুখি সবাই স্বাচ্ছন্নভাবে যেন জীবন যাপন করতে পারে এরকম একটা স্বপ্ন দেখে ২৪ শে গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল মানুষ অনেক কষ্টে আছে। ওই আঙ্গিনে আমরা যতটুকু পারতেছি ততটুকু পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে ডিম দিয়ে শুরু করেছি আগামীকাল আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেটা দিয়ে আমরা শুরু করব।
তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা সোশ্যাল ইমপ্যাক্ট তৈরি করা। মানুষকে জানানো আসলে কতটুকু কত টাকা দিয়ে কিনলে তার জন্য ন্যায্য মূল্য হচ্ছে। আমরা মানুষকে সেটা জানিয়ে দিব। আমরা যেহেতু স্টুডেন্ট আমরা খুব বেশিদিন হয়তো পারবো না। আমরা আশা করব আমাদের বৃহত্তর কুমিল্লা আমাদের আশেপাশে যে জেলাগুলো আছে তাদেরকে আহবান করব আপনারাও শুরু করেন আমরাও শুরু করি। সামাজিকভাবে যদি সচেতনতা তৈরি করতে পারি এবং দ্রব্যের প্রকৃত মূল্য প্রকাশ করে দিতে পারি। তাহলে সিন্ডিকেট বিহীন একটা বাংলাদেশ গড়তে পারবো বলে আমার বিশ্বাস।