কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারের ৬২জন স্পন্সর শিশুদের মাঝে জিএন উপহার (১০৩টি ছাগল)বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোরগঞ্জ সদর ইউপির রুপালী কেশবা গ্রামে এ ছাগল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরুর আজীজ,উপসহকারী প্রাণিসম্পদ অফিসার সুজন কুমার সরকার, রতন কুমার রায়,এপির প্রোগ্রাম অফিসার দোলন কুবি,নেলসন সরেন,আনোয়ার হোসেন,শিশু সুরক্ষা অফিসার সঞ্জয় মল্লিক প্রমূখ। এসময় প্রাণি সম্পদ অফিসারগণ ছাগলের স্বাস্থ্য পরিক্ষাসহ ছাগল পালনের জন্য নিরাপদ বাসস্থান,খাদ্যাভ্যাস ও রোগবালাই প্রতিরোধে নানা নির্দেশনা মূলক পরামর্শ দেন । উল্লেখ্য রণচন্ডী, চাঁদখানা ও বাহাগিলী ইউনিয়নের ৬২জন সুবিধাভোগী শিশুদের মাঝে ১০৩টি ছাগল বিতরণ করা হয়।