204644goldcup_kalerkantho_pic-700x445

আসাদুজ্জামান সুজন, নীলফামারী প্রতিনিধিঃ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নীলফামারী হাইস্কুল মাঠে শুক্রবার শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক জাকির হোসেন।

ট্রফি বিতরন অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সনাক সভাপতি সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালক গ্রুপে সদর উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে কিশোরগঞ্জের দক্ষিণ কেশবা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। অপরদিকে  বালিকায় সদরের নতিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৯-০ গোলে ডোমারের দক্ষিণ চাঁদখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে টুর্নামেন্ট আয়োজনে সহযোগীতা করে জেলা প্রশাসন। জেলা পর্যায়ের এ টুর্নামেন্টে বালকে ছয়টি এবং বালিকায় ছয়টি দল অংশ নেয়।

টুর্নামেন্টে বালক পর্যায়ে দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক দলের রিয়াল বাবু ও বালিকা পর্যায়ে সরদ উপজেলার নিতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের লাবনী আক্তার সেরা খেলওয়াড়ের ক্রেস্ট পান।

এছাড়াও  টুর্নামেন্টে বালিকা পর্যায়ে ৬ গোল দিয়ে নতিবাড়ির দলের খেলওয়াড় রাণী এবং বালক পর্যায়ে ২ গোল দিয়ে  প্রসনজিৎ সর্বচ্চো গোলদাতা  ক্রেস্ট পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে