01.+Hilary

আন্তর্জাতিক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রে আর ক’দিন বাদেই ভোট। আর ভোটারদের আকৃষ্ট করতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনী প্রচারণার শুরুর দিকে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি ভাল ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ দিকে এসে জনমত জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের জনসমর্থন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। অনেকে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন। এ প্রেক্ষিতে ডেমোক্রেটদের জন্য নিরাপদ বলে যেসব রাজ্যকে বিবেচনা করা হচ্ছিল সেসব রাজ্যের দিকেও এখন বিশেষ নজর দিচ্ছেন হিলারি ক্লিনটন। দিনরাত চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজ্য। অংশ নিচ্ছেন সভা, সমাবেশে। ট্রাম্পও বসে নেই। জনসমর্থন বেড়ে যাওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন তিনি। তাই ভোটারদের টানতে হিলারির বিরুদ্ধে সবরকম অস্ত্র ব্যবহার করছেন তিনি।
উভয় দল এখন সিদ্ধান্তহীন ভোটারদের চেয়ে নিজ দলের সমর্থকদের ভোট টানতে বেশি মনোযোগ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের তিন কোটি ৭০ লাখ মানুষ ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন।
এদিকে নির্বাচনের দিন হামলার আশংকা করা হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, তারা আল কায়েদার সম্ভাব্য সন্ত্রাসীর হামলা সম্পর্কিত তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করছে।
যুক্তরাষ্ট্রের ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে (যেসব রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে) ভোটারদের টানতে যখন হিলারি ও ট্রাম্প সচেষ্ট রয়েছেন ঠিক তখনই সম্ভাব্য এ হামলার হুঁশিয়ারি করা হল।
হিলারি ও ট্রাম্প ওহাইও ও পেনসিলভানিয়া দুটি অঙ্গরাজ্যেই গতকাল সমাবেশ করেছেন। আগামী মঙ্গলবারের নির্বাচনে এ দুটি রাজ্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হতে পারে।
ওহাইও’র ক্লিভল্যান্ডে একটি কনসার্টে অংশ নেয়ার মাধ্যমে হিলারি দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন র‌্যাপ শিল্পী জে জেড ও তার স্ত্রী বিখ্যাত গায়িকা বিয়ন্স।
হিলারি বলেন, ‘আমাদের অসমাপ্ত কাজ করতে হবে। আপনাদের সাহায্য নিয়ে আরো অনেক বাধা ভাঙতে হবে।’
র‌্যাপ শিল্পী জে জেড ও তার স্ত্রী বিখ্যাত গায়িকা বিয়ন্স এ সময় হিলারিকে সমর্থন করেন।
এদিকে নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ট্রাম্প বলেন, হিলারি সিরীয় শরণার্থীর সংখ্যা সাড়ে ৫শ’ শতাংশ বাড়িয়ে তাদের যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দিতে চান।
তিনি বলেন, তার এ পরিকল্পনার অর্থ হল, সন্ত্রাসবাদ, চরমপন্থী ও মৌলবাদের প্রজন্মকে আমাদের স্কুল ও কম্যুনিটিতে ছড়িয়ে দেয়া।
এর আগে পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে হিলারি বলেন, স্বভাব এবং নারী ও সংখালঘুদের নিয়ে অশোভন মন্তব্যের কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়।
রিয়েল ক্লিয়ার পলিটিক্স’র এক জনমত জরিপে দেখা যায়, ওহাইতে বর্তমানে ট্রাম্প এগিয়ে রয়েছেন। আর পেনসিলভানিয়াতে হিলারি সামান্য ব্যবধানে এগিয়ে।
বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, গত সপ্তাহ থেকে ট্রাম্পের প্রতি জনসমর্থন বাড়ছে। আর এটা বিভিন্ন ব্যাটেলগ্রাউন্ড রাজ্যে তাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে