ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কমিশনের গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছেন।
বিএনপি আজ সকালে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব পেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, আশা করবো, রাষ্ট্রপতি দেশের বৃহত্তর দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকেও একটি প্রস্তাব চাইবেন।
ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে, এ দিবসটি পালন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী এ কথা বলেন।
আজ জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব যেহেতু আপনারা রাষ্ট্রপতির কাছে পেশ করেছেন, সেহেতু রাষ্ট্রপতি এখন যে সিদ্ধান্ত নেবেন সেটিও আপনারা মেনে নেবেন, জাতির কাছে এমন হলফনামা পেশ করুণ।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি কি প্রস্তাব দিয়েছে (?) জানিনা। তবে আশা করবো, তারা এমন কোন প্রস্তাব দিবেন না, যা শুধু বিএনপি’র কল্যাণ করে, জাতির নয়।
হাঙ্গেরী গমনকারী শেখ হাসিনার বিমানের আকস্মিক ল্যান্ডিংয়ের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, এটি নিছক কোন যান্ত্রিক ক্রুটি নয়, এটি ছিল এক গভীর ষড়যন্ত্র।
এ ঘটনায় বিমানের কর্মকর্তা দিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রতি অনাস্থা এনে তিনি অন্য সংস্থার কর্মকর্তা দিয়ে সরকারের প্রতি এ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তিনি গোয়েন্দা সংস্থা দিয়েও পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠনের আহবান জানান।
সাবেক এ মন্ত্রী বলেন, চারদিকেই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র পূর্বের মতোই অব্যাহত রয়েছে। দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য তাই আমাদের সকলকে তা প্রতিরোধে সজাগ থাকতে হবে।
আয়োজক সংগঠেনের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে অন্ষ্ঠুানে আরো বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এমএ করিম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এমএ ভাসানী, কুয়েত আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বি/এস/এস/এন