Tamim

ডেস্ক রিপোর্টঃ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্টের চতুর্থ আসরের এলিমিনেটর ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৪৬ বলে ৫১ রানের ইনিংস খেলে বিপিএলের ১ হাজার রানের তালিকায় নিজের নাম তুলেন তামিম। চার বিপিএলের আসর মিলিয়ে ৩৪ ম্যাচে তামিমের এখন মোট রান ১০২৬ রান। ১১৭২ রান নিয়ে সবার উপরে আছেন মুশফিক। দ্বিতীয়স্থানে থাকা মাহমুদুল্লাহ’র রান ১০৬১।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (এলিমিনেটর ম্যাচের প্রথম ইনিংস পর্যন্ত) :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
মুশফিকুর রহিম (বরিশাল বুলস) ৪৬ ৪৩ ১১৭২
মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)
৪৯ ৪৫ ১০৬১
তামিম ইকবাল (চিটাগাং ভাইকিংস) ৩৪ ৩৩ ১০২৬
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ৪৬ ৪৫ ৯৪১
আহমেদ শেহজাদ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ২৭ ২৭ ৯৩৭

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে