ডেস্ক রিপোর্টঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আইন করা হবে।
তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে অধস্তন আদালতের বিচারকদের চাকুরীর শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার খসড়া গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে রাষ্ট্রপতির দেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে এ কথা বলেন।
অধস্তন আদালতের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার খসড়া গেজেটে প্রকাশের বিষয়ে আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি এ ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন তা বাংলাদেশ সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। রাষ্ট্রের আইনমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির মতামতের পর এ বিষয়ে বক্তব্য দেওয়ার এক্তিয়ার আমার নেই।
পুরান হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানো প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, ট্রাইব্যুনাল সরানোর জন্য আবারো সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমি ট্রাইব্যুনাল সরানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবারো সুপ্রিম কোর্টে চিঠি পাঠাবো। তার কারণ হচ্ছে জনগণের ইচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওইখানেই থাক এবং এই ট্রাইব্যুনাল শেষ হওয়ার পর এটা একটা যাদুঘর হোক। জনগণের এই ইচ্ছাকে কি করে বাস্তব রূপ দেয়া যায় সে চেষ্টাই আমি করবো।
বি/এস/এস/এন