shajahan

ডেস্ক রিপোর্টঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে পুলিশের দেয়া অগ্নিসংযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে।
মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরের চৌয়ারীবাড়ি-ভেন্নাবাড়ি মতিলাল উচ্চ বিদ্যালয় এলাকার একটি সেতুর উদ্ধোধন শেষে নৌ-মন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান বলেন, সরকারি জায়গায় কোন স্থাপনা থাকলে উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সরকার তা সরিয়ে দিতে পারে। যদি কেউ এমনিতে না সরায় সেক্ষেত্রে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে সরকার। পুলিশের দেয়া অগ্নিসংযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এরপর নৌ-মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিম শেষে বিদ্যালয়ে নতুন ভবন করাসহ উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মাঝে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিদ্যালয়ের সভাপতি প্রতিক বারুরী উপস্থিত ছিলেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে