earthquaqe

আন্তর্জাতিক রিপোর্টঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৪ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়। হাজার হাজার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ মাটির সাথে মিশে যায়।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পূর্ব নুগ্রহো বলেন, এখন পর্যন্ত ৮৩ হাজার ৮শ’ বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি বলেন, বাসিন্দারা এখন আফটারশক হওয়ার ব্যাপার নিয়ে উদ্বিগ্ন ও ভীত রয়েছে। তারা সাময়িক আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে বেশি আগ্রহ বোধ করছেন।
তিনি আরো বলেন, ভূমিকম্পের পর বিভিন্ন কূপের পানি শুকিয়ে যাওয়ায় বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানি সরবরাহে বিঘœ সৃষ্টি হচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে