abdul-hamid

ডেস্ক রিপোর্টঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দেশ ও জাতির জন্য আত্মোৎসর্গকারী মহান বীরদের উদ্দেশ্যে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এর আগে রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী চত্বরে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
১৯৭১ সালের এই দিনে বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসের প্রত্যক্ষ সহযোগিতায় জাতির বীর সন্তানদের হত্যা করে।
তারা বুদ্ধিজীবীদেরকে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও রাজধানীর বিভিন্ন নির্যাতন কেন্দ্রে ধরে নিয়ে যায়। পরে তাদের ওপর অমানুষিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন বধ্যভূমি বিশেষ করে রায়েরবাজার ও মিরপুরে তাদেরকে হত্যা করা হয়।
স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে