ডেস্ক রিপোর্টঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, চ্যালেঞ্জিং হলেও নির্বাচন কমিশনে আন্তরিকভাবে কাজ করবো। দায়িত্ব পালনের মধ্যদিয়ে সফলতা অর্জনই আমাদের লক্ষ্য হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আজ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এসময় তার নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপি কেন এসব মন্তব্য করছে এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া বা মন্তব্য কোনটাই নেই বলেও জানান তিনি।
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নতুন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন সিইসি’র সঙ্গে শ্রদ্ধা জানান।
পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবুর রহমান।
বি/এস/এস/এন